শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নিষেধাজ্ঞা উপেক্ষা করে অভয়ারণ্যে মাছ শিকার

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২১:৫০

শরীয়তপুর প্রতিনিধি

প্রজননের পর এখন চলছে ইলিশের বেড়ে ওঠা। এ কারণে শরীয়তপুরের পদ্মা নদীতে ২০ কিলোমিটার এলাকা জুড়ে ইলিশের অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। দুই মাস ওই স্থানে সকল ধরনের মাছ শিকার নিষিদ্ধ। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে মাছ শিকার। চন্ডিপুর থেকে ভেদরগঞ্জের দুলারচর পর্যন্ত ঘুরে দেখা যায়, নদীতে তিন শতাধিক ইঞ্জিনচালিত নৌকা নিয়ে জেলেরা মাছ শিকার করছেন। অধিকাংশ নৌকায়ই ধরা পড়ছে ছোট ইলিশ (জাটকা)। জেলেরা রাত-দিন মাছ শিকার করছেন। ভেদরগঞ্জের কাচিকাটা এলাকার জেলে আহসানউল্লাহ প্রধানিয়া বলেন, নদীর মাছ এই আছে এই নেই। এখন নদীতে জাল ফেললে কিছু মাছ পাওয়া যায়। দুই মাস পর আর মাছ পাওয়া যাবে না। তাই নিষেধাঞ্জা অমান্য করেই মাছ শিকার করছি। পুলিশ ও প্রশাসনের মানুষ আসে। তারা যখন আসে তখন আমরা একটু দূরে সরে থাকি। তারা চলে গেলে আবার নদীতে জাল ফেলি।

শরীয়তপুর জেলা মত্স কর্মকর্তা বিশ্বজিত্ বৈরাগী বলেন, শরীয়তপুরের দুটি উপজেলার মধ্যে ২০ কিলোমিটার নদীকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। ওই স্থানে প্রতিদিনই অভিযান চালানো হচ্ছে। মত্স্য বিভাগের জনবলের ঘাটতি থাকায় সবসময় নদীতে অবস্থান করা যাচ্ছে না। যখনই আমাদের দল নদীতে না থাকে তখনই জেলেরা মাছ শিকার করছেন।