শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বেতন বৈষম্য নিরসনের দাবিতে শিক্ষকদের নানা কর্মসূচি

আপডেট : ২১ মার্চ ২০১৯, ২১:০৮

ইত্তেফাক ডেস্ক

বেতন বৈষম্য নিরসনের দাবিতে বুধ ও বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে শিক্ষকরা সংবাদ সম্মেলনসহ নানা কর্মসূচি পালন করেছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

নেত্রকোনা: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে এবং সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার বিকালে নেত্রকোনা জেলা প্রেস ক্লাবে সমিতির সভাপতি মমতাজ মহলের সভাপতিত্বে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম তোতা, জেলা কমিটির সম্পাদক বাধন খান পাঠান ববি প্রমুখ।

বালিয়াকান্দি (রাজবাড়ী): বালিয়াকান্দিতে মানববন্ধন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। মানববন্ধনে রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষক সমিতির (ভারপ্রাপ্ত) সভাপতি আ. গাফফার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ফেরদৌস খান টুটুল প্রমুখ বক্তব্য রাখেন।

বদরগঞ্জ (রংপুর): উপজেলা পরিষদ গেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন বদরগঞ্জ উপজেলা সহকারী শিক্ষক বেতন বৈষম্য নিরসনে গঠিত মানবন্ধন কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম, সদস্য রেশমা বেগম প্রমুখ।  পরে তারা বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।

ভূঞাপুর (টাঙ্গাইল): উপজেলা পরিষদ গেট সংলগ্ন তারাকান্দি-ভূঞাপুর সড়ক অবরোধ করে শিক্ষকেরা মানববন্ধন করেন। পরে ১১তম গ্রেডে বেতন-ভাতা নির্ধারণের দাবিতে উপজেলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক শাহ আলম প্রমুখ।