শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নদী থেকে বালু উত্তোলনের দায়ে পাঁচজনের দণ্ড

আপডেট : ২২ মার্চ ২০১৯, ২২:৩৯

কীর্তনখোলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বৃহস্পতিবার রাতে পাঁচজনকে কারাদণ্ড ও দুই ড্রেজার মালিকে ১ লাখ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এর আগে কীর্তনখোলা নদীর চরমোনাই, বড় রাজাপুর, ঝুনাহার ও আট হাজার রাজাপুর পয়েন্টে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমীনুল ইসলামের নেতৃত্বে নৌ-পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালিত হয়। এ সময় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ওই জেল-জরিমানা করা হয়।

ঝাটকা ইলিশ ধরায় পাঁচজনের জেল-জরিমানা

বরিশালের বিভিন্ন নদীতে ঝাটকা শিকারের দায়ে বৃহস্পতিবার রাতে সদর উপজেলা মত্স্য বিভাগ তিনজনকে এক বছর করে কারাদণ্ড ও দুজনের কাছ থেকে ৫ হাজার করে জরিমানা আদায় করেছে।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা সঞ্জীব কুমার সন্নামত, উপজেলা মত্স্য কর্মকর্তা প্রমুখ।