শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রামুতে জাতীয় যক্ষ্মা দিবস পালিত

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ২২:০৪

রামু (কক্সবাজার) সংবাদদাতা

রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনিবার জাতীয় যক্ষ্মা দিবস পালন করা হয়। এ উপলক্ষে একটি র্যালি রামু হাসপাতাল থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 

‘এখনই সময় অঙ্গীকার করার, যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়ার’— প্রতিপাদ্যে হাসপাতাল মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিছবাহ উদ্দীন আহমদ। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাক ম্যানেজার আবু আহমদ, স্বাস্থ্য পরিদর্শক বিপ্লব বড়ুয়া, ফার্মাসিষ্ট সমর শর্মা, স্যানিটারি ইন্স্পেক্টর মাহতাব উদ্দিন, ব্র্যাক পিও বৈশাখী শর্মা, ম্যাকপ্রো চাকমা, তাছলিমা আকতার, টিএলসিএম আশীষ নেহারা প্রমুখ।

সভায় জানানো হয় তিন সপ্তাহের বেশি কাশি-জ্বর, কাশির সাথে কফ এবং মাঝে মাঝে রক্ত বের হওয়া, ওজন কমে যাওয়া, বুকে ব্যথা, দুর্বলতা ও ক্ষুধামন্দা ইত্যাদি ফুসফুসের যক্ষ্মার প্রধান উপসর্গ।

উল্লেখ্য, প্রতিবছর ২৪ মার্চ যক্ষ্মা দিবস হিসেবে পালন করা হয়। কিন্তু রামুতে উপজেলা নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি ঘোষিত হওয়ায় একদিন আগে যক্ষ্মা দিবস পালন করা হয়।