শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কুমিল্লার সাতটিতে আওয়ামী লীগের গলার কাঁটা বিদ্রোহী প্রার্থীরা

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ২২:০৪

উপজেলা পরিষদ নির্বাচন

মোঃ লুত্ফুর রহমান, কুমিল্লা প্রতিনিধি

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে কুমিল্লার সাতটি উপজেলায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন দলের ‘বিদ্রোহী’ (স্বতন্ত্র) চেয়ারম্যান ও অন্যান্য পদের প্রার্থীরা। এর মধ্যে অন্তত চারটি উপজেলায় ভেতরে ভেতরে স্থানীয় সংসদ সদস্যরা (এমপি) ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে রয়েছেন বলে এলাকায় প্রচারণা রয়েছে। বিএনপি, জাতীয় পার্টিসহ ধর্মীয় কয়েকটি দলের নেতাকর্মীরাও বিদ্রোহীদের পক্ষে রায় দেবেন বলেও এসব উপজেলা এলাকায় গুঞ্জন রয়েছে। এ নিয়ে প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগও করছেন। এতে আওয়ামী লীগের প্রার্থীরা দলের ‘বিদ্রোহী’ প্রার্থীদের কারণে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন। প্রার্থীরা যে যার অবস্থানে অনড় থেকে জয়ের লক্ষ্যে অনুসারী নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনী এলাকায় মরিয়া হয়ে দিনে-রাতে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আগামী ৩১ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

জানা যায়, বুড়িচং উপজেলায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম খান (নৌকা)। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আখলাক হায়দার (আনারস)। গত ১০ মার্চ দুই প্রার্থীর অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত পাঁচজন আহত হন ও দোকান ভাঙচুর হয়। এ ঘটনায় নৌকার প্রার্থীর ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়। 

ব্রাহ্মণপাড়া উপজেলায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী টানা দুইবারের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের আহবায়ক জাহাঙ্গীর খান চৌধুরী (নৌকা)। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়বের বাবা মুহাম্মদ আবু তাহের (আনারস)।

চান্দিনা উপজেলায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান তপন বক্সী (নৌকা)। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ মজিবুর রহমান (আনারস)।

বরুড়া উপজেলায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চারবারের নির্বাচিত সাবেক সাংসদ প্রয়াত আবদুল হাকিমের ছেলে এএনএম মইনুল ইসলাম (নৌকা)। এই উপজেলায় বরুড়া উপজেলা যুবলীগের সদস্য ও কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য সোহেল সামাদ স্বতন্ত্র (দোয়াত কলম) প্রার্থী হয়েছেন।

হোমনা উপজেলায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য রেহানা বেগম (নৌকা)। তিনি হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মজিদের সহধর্মিণী। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল (মোটর সাইকেল) ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিক উল্লাহ (ঘোড়া)।

মেঘনা উপজেলায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মিয়া রতন শিকদার (নৌকা)। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দুইজন হলেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আবদুস সালাম (দোয়াত কলম) ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম (আনারস)। এখানে কঠিন চ্যালেঞ্জের মুখে আছেন আওয়ামী লীগের প্রার্থী।

তিতাস উপজেলায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী দলের উপজেলা সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ শাহিনুল ইসলাম ওরফে সোহেল শিকদার (নৌকা)। এখানে বিদ্রোহী প্রার্থী হয়েছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার (আনারস)।

বিভিন্ন উপজেলা এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, নির্বাচনী মাঠে এখন আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ। নির্বাচনে বিরোধী দলের প্রার্থী না থাকায় বিএনপি-জামায়াত ও জাতীয় পার্টির তৃণমূলের নেতা-কর্মীরা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের সমর্থন দিয়ে নানা সমীকরণ কষে ভোটের মাঠের লড়াই জমিয়ে তুলেছেন।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন বলেন, ‘এটা দলীয় নির্বাচন। তাই যারা আওয়ামী লীগের এমপি আছেন তাদের নৌকা প্রতীকের পক্ষেই থাকা উচিত। দলের প্রার্থীর বিপক্ষে নেতাকর্মীদেরও যাওয়া ঠিক না। এসব প্রার্থীর বিষয়ে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিবেন।’

কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনের চতুর্থ ধাপের ঘোষিত তফসিল অনুযায়ী কুমিল্লার ১৩টি উপজেলা পরিষদে নির্বাচন হচ্ছে।