শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আখাউড়ায় বাল্যবিয়ে ও মাদককে লাল কার্ড

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ২২:০১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে লাল কার্ড প্রদর্শন করে শপথ গ্রহণ করেছে হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীরা মাদক এবং বাল্যবিয়েকে লাল কার্ড  প্রদর্শন করে। এ সময় মেয়েরা ১৮ বছর এবং ছেলেরা ২১ বছরের আগে বিয়ে করবে না বলে শপথ বাক্য পাঠ করে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রসুল আহমেদ নিজামী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূর-ই আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আরিফুল আমিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. শাহ আলম ও সেলিনা বেগম।