বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তানোরে বিষধর রাসেল ভাইপার!

আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ২১:৫৯

তানোর (রাজশাহী) সংবাদদাতা

রাজশাহী অঞ্চলে বিলুপ্তপ্রায় ভয়ংকর বিষধর সাপ রাসেল ভাইপার বা চন্দ্রবোড়ার আবারো সন্ধান মিলেছে। জেলার তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের নারায়পুর গ্রামে ফের এই বিষধর সাপ রাসেল ভাইপারের দেখা মিলেছে গত শনিবার।

বাধাইড় ইউনিয়নের খাড়িকুল্লা গ্রামের কৃষক শরিফুল ইসলাম জানান, নারায়ণপুর আলিমের বাড়ির পাশে ধান ক্ষেতে শনিবার  বিকেলে পানি নিতে গেলে রাসেল ভাইপার সাপ দেখতে পান কৃষকরা। পরে সাপটি মারা হয়।

এদিকে খাড়িকুল্লা গ্রামে সপ্তাহখানেক আগে একটি রাসেল ভাইপার সাপ ধান ক্ষেতে মারা হয়েছে।

বেসরকারি গবেষণা সংস্থা বারসিকের সহযোগী কর্মসূচি কর্মকর্তা অমৃত কুমার সরকার জানান, আমরা জনসচেতনার জন্য রাজশাহীর তানোর, পবা ও গোদাগাড়ী উপজেলায় তিনটি জনসংলাপ করেছি। বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে এই বিষধর সাপের প্রতিষেধক থাকার ফলে সাপে কাটা রোগীর মৃত্যুর ঝুঁকি অনেক কমে গেছে। আর সাপ মেরে মূলত সমাধান করা সম্ভব নয়, প্রয়োজন প্রান্তিক পর্যায়ে জনসচেতনতা।