শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ছুটি ছাড়াই সহকারী শিক্ষিকা দীর্ঘদিন অনুপস্থিত!

আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ২২:০১

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীর পবা উপজেলার কুলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ওয়াছিমা আফরোজ বিউটি ছুটি ছাড়াই প্রায় দেড় বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এতে করে পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে স্কুলের অন্যান্য শিক্ষক ও ম্যানেজিং কমিটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কয়েক দফা লিখিত অভিযোগ দিয়েছেন।

স্কুলটির প্রধান শিক্ষক গোলাম রসুল বলেন, সহকারী শিক্ষিকা ওয়াছিমা আফরোজ বিউটি ছুটি না নিয়ে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত। এতে স্কুলের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিষয়টি তিনি (প্রধানশিক্ষক) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে বারবার লিখিতভাবে জানিয়েছেন। সম্প্রতি স্কুলের একজন সহকারী শিক্ষিকা ওয়াছিমা আফরোজ বিউটির খোঁজে তার দেওয়া নগরীর উপ-শহরের ১নং সেক্টরের ১৬০ নং ভাড়া বাসায় যান। ওই বাড়ির মালিক তাকে বলেন, তিনি (বিউটি) বিদেশে স্বামীর সাথে বসবাস করছেন।

এ ব্যাপারে পবা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, ওই শিক্ষিকার অনুপস্থিতির বিষয়টি জানার পর ব্যবস্থা নিতে জেলা শিক্ষা অফিসারকে জানানো হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম বলেন, ওই শিক্ষিকার অনুপস্থিতির বিষয়টি আমরা ইতিমধ্যে অবগত হয়েছি। তদন্ত সাপেক্ষে অভিযুক্ত সহকারী শিক্ষিকার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।