বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

লুন্দী বাজার ব্রিজে সংযোগ সড়ক নেই

আপডেট : ১৫ মে ২০১৯, ২১:৫৫

বাঁশের সাঁকো দিয়ে পারাপার

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা

রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের লুন্দী বাজার সংলগ্ন একটি ব্রিজ দীর্ঘ পাঁচ বছর আগে নির্মাণ করা হলেও সংযোগ সড়কের অভাবে স্থানীয় জনগণ ব্রিজটি দিয়ে যাতায়াত এবং মালামাল পরিবহনসহ কোনো সুবিধা ভোগ  করতে  পারছে না।

লুন্দি বাজারের ব্যবসায়ীরা জানান, ব্রিজ সংলগ্ন রাস্তা না থাকায় তাদের টেকেরহাট বন্দর ও রাজৈর উপজেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে মালামাল পরিবহন করতে বেশ অসুবিধায় পড়তে হচ্ছে এবং অন্য দূরপথে ঘুরে আসার কারণে তাদের পরিবহন খরচ বেশি পড়ে। ফলে পণ্যের দাম বেড়ে যায়। ইশিবপুর ইউপি চেয়ারম্যান ফায়েজুর রহমান হিরু বলেন, ‘টেন্ডার হওয়ার পরও কাজ শুরু হতে বিলম্ব হচ্ছে। জমি নিয়ে থাকায় নির্মাণ কাজ আটকে আছে। সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। দ্রুত এপ্রোচ সড়কের কাজ শুরু হবে।’

রাজৈর উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদউল্লাহ বলেন, ‘ব্রিজটি যে সময় নির্মাণ হয়, তখন অ্যাপ্রোচ সড়কের বরাদ্দ ছিল না। আমরা নতুন করে ২০ লাখ টাকা বরাদ্দ করিয়েছি। টেন্ডার হয়ে গেছে। অতিসত্বর কাজ শুরু হবে।’