শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিসিসির প্যানেল মেয়র হলেন যারা

আপডেট : ১৬ মে ২০১৯, ২১:৩৪

বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার নগর ভবনের তৃতীয় তলায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর গাজী নঈমুল ইসলাম লিটু ১নং প্যানেল মেয়র এবং ৭নং ওয়ার্ডের কাউন্সিলর অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন ২নং প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন।

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, শুধুমাত্র সংরক্ষিত ৩নং প্যানেল মেয়র পদে ভোট হয়েছে। এ পদে পাঁচজন নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করেন। যার মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন সংরক্ষিত ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আয়শা তৌহিদ লুনা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বরিশাল সিটি করপোরেশনের সংরক্ষিত ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কহিনুর বেগম।

গত বছরের ৩০ জুলাই সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ২২ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথগ্রহণ করেন। ২৩ অক্টোবর দায়িত্ব গ্রহণ করেন তারা।