বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করমজলে ডিম দিয়েছে জুলিয়েট

আপডেট : ১৮ মে ২০১৯, ২২:০৯

বাগেরহাট প্রতিনিধি                                 

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জে করমজলে দেশের একমাত্র সরকারি কুমির প্রজনন কেন্দ্রে এবার মা কুমির ‘জুলিয়েট’ ৩৪টি ডিম দিয়েছে। প্রজনন কেন্দ্রের পুকুর পাড়ে শনিবার এ ডিম দেয় কুমিরটি। ডিমগুলোর মধ্যে কিছু পুকুর পাড়ে কুমিরের তৈরি বাসায় ও বাকিগুলো সরিয়ে কেন্দ্রের ইনকিউবেটরে রাখা হয়েছে। সব ঠিক থাকলে প্রায় ৯০ দিন পর ডিম হতে বাচ্চা ফুটে বের হবে বলে জানিয়েছে সুন্দরবন বিভাগ।

করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত মো. আজাদ কবির জানান, কুমির লালন পালন কেন্দ্রে লোনা পানি প্রজাতির মা কুমির জুলিয়েট ওইদিন পুকুর পাড়ে তৈরি বাসায় ঘণ্টাখানেকের মধ্যে ৩৪টি ডিম দেয়। গত দুই বছর জুলিয়েটের ডিম থেকে বাচ্চা না ফোটায় এবার ভিন্ন পস্থা অবলম্বন করা হয়েছে। প্রাকৃতিকভাবেই ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য এবার কুমিরের বাসায় আটটি ডিম রাখা হয়েছে। আর বাকি ২৬টি কৃত্রিম পদ্ধতিতে ফোটানোর জন্য রাখা হয়েছে ইনকিউবেটরে। আজাদ কবির বলেন, আশা করছি এখন থেকে ৯০ দিনের মধ্যে প্রাকৃতিক ও সংরক্ষণ এ ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে। বিগত দুই বছর জুলিয়েটের ডিম থেকে একটিও বাচ্চা না ফোটায় এবার প্রাকৃতিক ও কৃত্রিম দুই পদ্ধতিই ব্যবহার করা হচ্ছে। এ নিয়ে জুলিয়েট ১৩ বার ডিম দিলো করমজল কুমির প্রজনন কেন্দ্রে। মা কুমির জুলিয়েট গতবছরের ১৬ মে ৫০টি ও ২০১৭ সালে ৪৩টি ডিম দিলেও একটি ডিম থেকে দুই বছরে কোনো বাচ্চা ফোটেনি।