শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চট্টগ্রামে সুবীর নন্দী স্মরণে সভা

আপডেট : ১৮ মে ২০১৯, ২২:১০

চট্টগ্রাম অফিস

দেশের বরেণ্য কণ্ঠশিল্পী সুবীর নন্দীর স্মরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা আধুনিক শুদ্ধ সংগীতের কিংবদন্তি শিল্পী ছিলেন সুবীর নন্দী। সুবীর নন্দীর গাওয়া চলচ্চিত্র, বেতার, টিভির অসংখ্য জনপ্রিয় গানের মাধ্যমে যুগ যুগ ধরে মানুষের হূদয়ে বেঁচে থাকবেন। কিংবদন্তী শিল্পীর পৈতৃক ভিটা উদ্ধারপূর্বক প্রয়াতের নামে সংগীত বিশ্ববিদ্যালয় করার দাবি জানান বক্তারা।

গতকাল শনিবার দি চিটাগং ট্রাস্ট-বাংলাদেশ (সিটিবি) এ স্মরণানুষ্ঠানের আয়োজন করে। নগরীর আন্দরকিল­া নজির আহমেদ চৌধুরীস্থ ট্রাস্টের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সিটিবি’র প্রধান পৃষ্ঠপোষক শিল্পপতি তিনকড়ি চক্রবর্তী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম আর্য্য সংগীত সমিতির উপাধ্যক্ষ ওস্তাদ নির্মলেন্দু চৌধুরী। প্রধান বক্তা ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। মহান অতিথি ছিলেন সিটিবি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান অরুন কান্তি মল্লি­ক। সিটিবি’র চেয়ারম্যান ডা. নারায়ণ চন্দ্র মজুমদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন স্মরণ অনুষ্ঠান উদ্যাপন পরিষদের আহ্বায়ক সমীপ দে।