মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঠাকুরগাঁওয়ে সরকারি গাছ কাটার অভিযোগ

আপডেট : ১৯ মে ২০১৯, ২১:২১

ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের চাপাতি গ্রামে সামাজিক বনায়নের মাধ্যমে লাগানো গাছ কাটার অভিযোগ উঠেছে। গত  শনিবার ৩০টিরও বেশি ইউক্লিপটাস গাছ কাটা হয়েছে।

ইউপি চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার জানান, চাপাতি গ্রামের বুল নামে এক ব্যক্তি রাস্তার পাশের গাছ কেটেছে বলে সংবাদ পেয়েছি। খোঁজ নিয়ে জেনেছি গাছগুলো ওই ব্যক্তির জমিতে লাগানো। কেউ অবৈধভাবে গাছ কাটলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রুহিয়া থানার ওসি বলেন, গাছগুলোর মালিক যেহেতু চেয়ারম্যান বা স্থানীয় সরকার। নিয়ম অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন। এটা পুলিশের কাজ নয়।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রাম্য রাস্তার পাশে সামাজিক বনায়নের মাধ্যমে লাগানো গাছ টেন্ডার ছাড়া কাটার কোন সুযোগ নেই। কেউ অবৈধভাবে গাছ কাটলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।