শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কুতুবেরহাট-লেমুয়া সড়ক বেহাল

আপডেট : ১৯ মে ২০১৯, ২১:৪১

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা: এলজিইডির আওতাধীন সাড়ে ৯ কিলোমিটার লেমুয়া-কুতুবেরহাট সড়কটি যান চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিংসহ ইট-সুড়কি উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত। এসব গর্তে যানবাহন পড়ে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। নোয়াখালীর সেনবাগ উপজেলার ছমির মুন্সিরহাট বাজার থেকে কুতুবের হাটের সঙ্গে সংযোগ স্থাপনকারী সড়কটি স্থানীয় জনগুরুত্বপূর্ণ হলেও দীর্ঘ কয়েক বছরেও এতে কোনো সংস্কার কাজ করা হয়নি। সড়কটির ছমির মুন্সির হাট ও ইয়ারপুর বটতলা বাজার, নতুন বাজার, বকসিরহাট ও সোমবারিয়া বাজার অংশে সামান্য বৃষ্টি হলেই জমে যায় হাঁটু পানি, সৃষ্টি হয় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। এতে করে ওই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন ও যাত্রী সাধারণ প্রতিনিয়ত সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। সড়কটির দুরবস্থার কারণে এর আশপাশে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে নেমে এসেছে স্থবিরতা। ওই সড়কে চলাচলকারী যাত্রী সাধারণ ও যানবাহন চালকদের দীর্ঘদিনের দাবি সড়কটি সংস্কারের। এ ব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ উপজেলার এলজিইডির প্রকৌশলী সড়কটির করুণ দশার কথা স্বীকার করে বলেন, আগামী অর্থ বছরে সড়কটির সংস্কার কাজ করা হবে       ইত্তেফাক