শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

লক্ষ্মীপুরে দর্জির দোকানেও গ্যাস সিলিন্ডার!

আপডেট : ২০ মে ২০১৯, ২১:২৭

লক্ষ্মীপুরে ব্যাঙের ছাতার মতো যত্রতত্র গড়ে উঠেছে এলপি গ্যাসসহ সিলিন্ডারের দোকান। এসব দোকানে দেদার বিক্রি হচ্ছে ওই জ্বালানি। তাই যেকোনো ধরনের দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী।

লক্ষ্মীপুর জজকোর্টর অ্যাডভোকেট মোশারফ হোসেন মিঠু বলেন, ‘লাইসেন্সপ্রাপ্ত বিভিন্ন কোম্পানির ডিলারদের বিপণন কৌশলে প্ররোচিত হয়ে আইন অনুসরণ না করে কিছু অসাধু খুচরা ব্যবসায়ী ব্যবসা করছেন। এ ব্যবসার আইনগত বাধ্যবাধকতা সম্পর্কে জানলেও তারা তা মানছেন না।’

লক্ষ্মীপুর শহরের ওমেগা এলপি গ্যাসের ডিলার সৌরব হোসেন রুবেল বলেন, লাইসেন্সবিহীন অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান না থাকায় অবৈধ গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেন, ‘ইতোমধ্যে আমি এ ব্যাপারে জেলার প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্ত করে ব্যবস্থা নিতে বলেছি। কোনো অবস্থাতেই সংশ্লিষ্ট অধিদপ্তরের অনুমতি ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রয় করা যাবে না।’