শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মির্জাপুরে গুঁড়িয়ে দেওয়া হয়েছে অবৈধ কয়লা কারখানা

আপডেট : ২১ মে ২০১৯, ২১:৪৩

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

মির্জাপুরে মঙ্গলবার কাঠ পুড়িয়ে অবৈধভাবে কয়লা তৈরির কারখানা ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মইনুল হোসেন। এ সময় কারখানা থেকে শতাধিক কয়লার বস্তা জব্দ করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস সূত্রে জানা গেছে, একটি অসাধু চক্র প্রশাসনকে ফাঁকি দিয়ে উপজেলার পাহাড়ি এলাকার গজারি বনের আশপাশে আজগানা, তরফপুর ও বাঁশতৈল ইউনিয়নের ২০-২৫টি স্থানে কাঠ পুড়িয়ে অবৈধভাবে কয়লা তৈরির কারখানা গড়ে তুলেছে। এসব কারখানায় সরকারি বনাঞ্চল ও আশপাশের গ্রামাঞ্চলের বিভিন্ন প্রজাতির কাঠ পুড়িয়ে বিশেষ চুল্লির মাধ্যমে প্রতি দিন শত শত মণ কয়লা তৈরি করা হচ্ছে। এলাকায় খোঁজ নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মইনুল হোসেন পুলিশের সহযোগিতায় আজগানা এলাকায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কারখানায় অভিযোন চালায়। এ সময় চুল্লি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মইনুল হোসেন বলেন, তাদের এ অভিযান চলমান থাকবে।