শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নোংরা পরিবেশে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই

আপডেট : ২৩ মে ২০১৯, ২১:৪৯

শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা

শ্রীবরদীতে বিএসটিআইর অনুমোদন ছাড়াই ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ভেজাল ও নিম্নমানের লাচ্ছা সেমাই কারখানা। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে এসব কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই। যা বিক্রি হচ্ছে উপজেলার গ্রামগঞ্জের ছোট বড় সকল দোকানেই।

কারখানার মালিক তোফাজ্জল হোসেন বলেন, আমার কারখানার কোনো কাগজপত্র নেই। বিভিন্ন জায়গায় ম্যানেজ করে এই কারখানা চালু করি। আপনারা বললে আমি বন্ধ করে দিব। বহুমুখী শিল্প ও বাইক সমিতির সভাপতি আসলাম হোসেন জানান, এসব কারখানার মালিকরা আমাদের সমিতির সদস্য না। এদের কোনো স্থায়ী দোকান নেই। এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।

উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মাসুদুর রহমান বলেন, এসব কারখানা পরিদর্শন করে তাদেরকে স্বাস্থ্য সম্মতভাবে সেমাই তৈরি করার জন্য নির্দেশ দিয়েছি। উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর বলেন, সেমাই কারখানাগুলো পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।