শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ডুমুরিয়ায় কার্পেটিং সড়ক কেটে সাঁকো নির্মাণে প্রতিবাদ

আপডেট : ২৩ মে ২০১৯, ২১:৫১

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অপরিকল্পিতভাবে খুলনার ডুমুরিয়া উপজেলার শোভনা-খর্নিয়া কার্পেটিং সংযোগ সড়কে ভদ্রা নদীর বাঁধ কেটে সাঁকো সড়কের ওপর প্রতিবাদ সমাবেশ করেছে। এলাকাবাসীর দাবি গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটিতে একটি কালভার্ট/ব্রিজ নির্মাণ করে সড়কটি কাটা হোক। সম্প্রতি এলাকাবাসী কয়েক দফা প্রতিবাদ সভা শেষে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও পাউবো বরাবর আবেদন করেছেন। সম্প্রতি সড়কের পাশ দিয়ে পাউবো চলাচলের জন্য হালকা ধরনের বাঁশের সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন। সমাবেশে সাবেক ইউপি সদস্য খোদা বক্স শেখের সভাপতিত্বে বক্তব্য দেন, শোভনা সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সরদার আব্দুল গনি, সহকারী অধ্যাপক কে এম হষরত আলী প্রমুখ।