শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা

মহালছড়ির জেলেরা পাচ্ছেন না ভিজিডি ও ভিজিএফের সুবিধা!

আপডেট : ১৬ জুন ২০১৯, ২১:৪০

মহালছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা

কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় মহালছড়ির জেলেরা মাছ না ধরলেও ভিজিডি ও ভিজিএফের আওতায় রেশন সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। এতে তারা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন।

মহালছড়ির চিটাগাং পাড়ার মুসলিম মত্স্যজীবীরা জানান, মাছ ধরা বন্ধ থাকায় তারা বেকার হয়ে পড়েছেন। কার্ড পাওয়ার পরও খাদ্য সহায়তা পাচ্ছেন না। আয় না থাকায় ঈদের আনন্দও করতে পারেননি তারা। মহালছড়ি মত্স্য ব্যবসায়ীদের সংগঠন মাছ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের বলেন, ‘প্রতিবছর মে থেকে জুলাই তিন মাস মাছ ধরা বন্ধ থাকে। এই সময়ে জেলেরা খুব কষ্টে থাকে। তাই মাছ ধরা বন্ধকালীন তাদেরকে সরকারিভাবে ভিজিডি বা ভিজিএফের আওতায় খাদ্য সহায়তা প্রদানের কথা থাকলেও কোনো সুযোগ-সুবিধা তারা পান না।’ এবিষয়ে বাংলাদেশ মত্স্য উন্নয়ন কর্পোরেশন মহালছড়ি উপকেন্দ্রের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা নাসরুউল্যাহ আহমেদ বলেন, ‘ভিজিডি ও ভিজিএফের আওতায় খাদ্য সহায়তা না পাওয়া দুঃখজনক। এ পরিস্থিতিতে আহরণ বন্ধ থাকাকালীন জেলেদের মাছ ধরা থেকে বিরত রাখা কষ্টকর হয়ে পড়েছে।’

মহালছড়ি উপজেলা মত্স্য কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমা বলেন,‘মহালছড়ি উপজেলায় ১২৪৭ জন স্মাটকার্ডধারী জেলে রয়েছেন। মাছধরা বন্ধের সময়ে এখন পর্যন্ত কাউকে রেশনের আওতায় আনা সম্ভব হয়নি। তবে বিষয়টি কর্তৃপক্ষ বরাবরে অবহিত করা হয়েছে।’ মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) একি মিত্র চাকমা জানান, ‘মাছ ধরা বন্ধকালীন সময়ে রেশন না পাওয়ার বিষয়টি দুঃখজনক। এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিষয়টি দ্রুত সমাধান হবে বলে আশা করি।’