শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মানব পাচার বাল্যবিয়ে ও সহিংসতা বন্ধে সভা অনুষ্ঠিত

আপডেট : ১৬ জুন ২০১৯, ২১:৪১

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফে মানব পাচার ও বাল্যবিয়ে প্রতিরোধ এবং লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধে নারীর ভূমিকা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় টেকনাফের হোটেল সেন্ট্রাল রিসোর্টের হল রুমে এ সভাটি অনুষ্ঠিত হয়। ইউএসএইডের সহায়তায় এবং ইউআইএন রক-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রোগ্রাম ডাইরেক্টর এইচ এম নজরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন লিজবেথ জনেভেন্ড। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— টেকনাফ উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, উখিয়া উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেসা বেবী, অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী। এতে উখিয়া-টেকনাফের জনপ্রতিনিধি, সংরক্ষিত মহিলা মেম্বার, শিক্ষক, কর্মরত সাংবাদিক, এনজিও সংস্থা এবং রোহিঙ্গা প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় উখিয়া-টেকনাফে মানব পাচার ও বাল্যবিয়ে প্রতিরোধ এবং লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধে নারীর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।