শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গুম হওয়া ব্যক্তি ৪৮ ঘণ্টা পর উদ্ধার

আপডেট : ২৯ জুন ২০১৯, ২১:৪৬

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাসুদ রানা বাবুকে (৩৮) গুম হওয়ার ৪৮ ঘণ্টা পর হাত-পা বাঁধা অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের পাশে সরাইল ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় নির্জন স্থান থেকে তাকে উদ্ধার করা হয়। সে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের জহির মিয়ার ছেলে।

গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে পরমানন্দপুর নৌঘাট এলাকা থেকে বাবু নিখোঁজ হন। বৃহস্পতিবার সকালে স্ত্রী প্রমনী বেগম তার স্বামীকে গুম করা হয়েছে বলে দাবি করে থানায় প্রথমে জিডি ও পরে গুমের মামলা দায়ের করেন। পুলিশ পরমানন্দপুর গ্রামের জাকির হোসেন ও বাছির ভুঁইয়াকে গ্রেফতার করে। পরে ৪৮ ঘণ্টা পর খবর পেয়ে হাত-পা বাঁধা অবস্থায় সড়কের পাশ থেকে বাবুকে জীবিত উদ্ধার করে পুলিশ।

সরাইল থানার ওসি মফিজ উদ্দিন ভুঁইয়া বলেন, জ্ঞান ফিরে আসলে বাবুর জবানবন্দিতে সকল বিষয় জানা যাবে। এ ঘটনায় গ্রেফতার দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।