শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সীতাকুণ্ডে সড়কে চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আপডেট : ২১ জুলাই ২০১৯, ২১:১৭

সীতাকুণ্ডে আটটি বিভিন্ন সংযোগ সড়কে অবৈধভাবে চাঁদাবাজির বিরুদ্ধে অটো-টেম্পোচালক ও সহকারী শ্রমিক সংগঠন সংবাদ সম্মেলন করেছে।

গতকাল রবিবার দুপুর ১২টায় সীতাকুণ্ড প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ঐ সংগঠনের সাধারণ সম্পাদক আলীম উল্লাহ (মিঠু) লিখিত বক্তব্যে বলেন, অত্র থানাধীন বিভিন্ন সংযোগ সড়কে চালিত থ্রি-হুইলার যানের নিয়ন্ত্রণের লক্ষ্যে বৈধ রেজিস্ট্রেশনকৃত সংগঠনের সৃষ্টি হয়। কিন্তু বিগত চার/পাঁচ বছর যাবত্ সংযোগ সড়কগুলোর বিভিন্ন স্টপেজে কিছু কুচক্রি মহল অবৈধভাবে চালকদের কাছ থেকে দৈনিক বিভিন্ন হারে চাঁদা আদায় করে। যা চালকদের কল্যাণে ব্যবহূত হয় না। কোনো চালক প্রতিবাদ করলে তাকে লাইন থেকে বহিষ্কারের হুমকি দেয় এবং নানাভাবে তাদের ওপর নির্যাতন করা হয়। এই অবৈধ চাঁদা আদায়ের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস করতে না পারায় তারা জিম্মি হয়ে আছে। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে সংগঠনের সভাপতি মো. মহিউদ্দিন এ অবৈধ চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।