বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কখন কোথায় ঈদের জামাত

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ২০:৫৩

আগামীকাল ১২ আগস্ট ঈদুল আজহা। আর এ উত্সবের শুরু হয় জামাতে নামাজের মধ্য দিয়ে। দেশের বিভিন্ন স্থানে কখন কোথায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সে বিষয়ে খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।

খুলনা : খুলনায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় খুলনা সার্কিট হাউজ ময়দানে। এছাড়া সকাল ৯টায় দ্বিতীয় ও শেষ জামাত অনুষ্ঠিত হবে টাউন জামে মসজিদে। কেসিসির ৩১টি ওয়ার্ডে পৃথকভাবে ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া নগরীর বসুপাড়া ইসলামাবাদ কমিউনিটি সেন্টার ঈদগাহ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ ঈদগাহ মাঠ, খুলনা আলীয়া মাদ্রাসা, বায়তুশ শরফ জামে মসজিদ, খালিশপুর ঈদগাহ ময়দান, জেলা পুলিশ লাইন ময়দান, ডাকবাংলো জামে মসজিদ, ফেরিঘাট জামে মসজিদ, মতি মসজিদ, মদনী মসজিদ, ময়লাপোতা বায়তুল আমান জামে মসজিদ, জামাতখানা মসজিদ, লবণচরা জামে মসজিদ, শিপইয়ার্ড জামে মসজিদ, দক্ষিণ টুটপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, দাদা ম্যাচ ফ্যাক্টরি জামে মসজিদ, রূপসা জামে মসজিদ, খুলনা পুলিশ লাইন গ্ল­াক্সো জামে মসজিদ, জাহাননগর জামে মসজিদ, টুটপাড়া মেইন রোড জামে মসজিদ, পিটিআই জামে মসজিদ, মক্কী মসজিদ, আল হেরা জামে মসজিদ, কালেক্টরেট মসজিদসহ নগরীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

বরিশাল:বরিশালে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় হেমায়েতউদ্দিন কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে। নগরীর করিম কুটির জামে মসজিদে সকাল ৮টায়। বরিশাল বিভাগে সর্ব বৃহত্ ঈদ জামাত অনুষ্ঠিত হবে সদর উপজেলার চরমোনাই দরবার শরীফ মাঠে সকাল সাড়ে ৮টায়। বিভাগের দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে পিরোজপুরের ছারছিনা দরবার শরীফ ময়দানে সকাল ৮টায়। বিভাগের তৃতীয় বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে ঝালকাঠীর এনএস কামিল মাদ্রাসা মাঠে সকাল ৮টায়। পটুয়াখালীর মীর্জাগঞ্জ হযরত ইয়ারউদ্দিন খলিফা (রা.) মাজার শরীফে সকাল সাড়ে ৭টায় এবং ভোলা কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। জেলার উজিরপুরের গুঠিয়ার দৃষ্টিনন্দন বায়তুল আমান মসজিদ কমপ্লেক্সে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে ঈদ জামাত।

বরিশালে দুটি করে ঈদ জামাত অনুষ্ঠিত হবে জামে এবাদুল্লাহ মসজিদে সকাল ৮টায় ও সকাল সাড়ে ৯টায়, কেন্দ্রিয় জামে কসাই মসজিদে সকাল ৮টায় ও সাড়ে ৯টায়, জামে বায়তুল মোকাররম মসজিদে সকাল ৮টায় ও ৯টায়, পুলিশ লাইনস মাঠে সকাল ৮টায় ও ৯টায়, নূরিয়া স্কুল ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় ও সকাল সোয়া ৮টায়।

এছাড়া মেডিক্যাল কলেজ হাসপাতাল জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, কেন্দ্রিয় কারাগার জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, ল’ কলেজ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, পোর্ট রোড জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, ব্রাউন কম্পাউন্ড জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, ফকিরবাড়ি রোড জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, পাওয়ার হাউজ জামে মসজিদে সকাল ৮টায়, খান সড়ক জামে মসজিদে সকাল ৮টায়, সাগরদী জামে মসজিদে সকাল ৮টায় এবং কালিজিরা কেন্দ্রিয় জামে মসজিদে সকাল ৮টায় ঈদের প্রধান প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

ময়মনসিংহ : ময়মনসিংহের কাচিঝুলি আঞ্জুমানে ঈদগাহ ময়দানে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। একই মাঠে সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়াও বড়ো মসজিদে ৮টায়, বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ সকাল ৮টায়, আকুয়া মার্কাস মসজিদ সোয়া ৭টায়, চরপাড়া জামিয়া ইসলামিয়ায় সকাল ৮টায় এবং সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

মাগুরা : মাগুরায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় জেলা শহরের নোমানী ময়দানে। এছাড়া সকাল সাড়ে ৮টায় শহরের দোয়ারপাড় পশ্চিম পাড়া মিয়াবাড়ী জামে মসজিদে, সকাল সাড়ে ৯টায় তালখড়ি মাঠে, নাঘোষা ঈদগাঁ মাঠে এবং সকাল ১০টায় বাবুখালী ঈদগাঁ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

নেত্রকোনা : নেত্রকোনার প্রধান জামাত হবে শহরের মোক্তাপাড়ার বড়ো জামে মসজিদে। সকাল সাড়ে ৮টায় এই নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়া একই সময় নেত্রকোনা এন আকন্দ কামিল মাদ্রাসা, মিফতাহুলউলুম মাদ্রাসা, চন্দ্রনাথ স্কুল মাঠ এবং সদর উপজেলা মাদ্রাসায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ভাণ্ডারিয়া (পিরোজপুর) : ভাণ্ডারিয়ায় ঈদের প্রধান জামাত পূর্ব ভাণ্ডারিয়া মিয়াবাড়ি (আনোয়ার হোসেন মঞ্জুর বাড়ি) জামে মসজিদ কমপ্লেক্স ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এছাড়া কাজির মসজিদ ঈদগা মাঠ ও উত্তর পৈকখালী সমিতির হাট শহীদ কাজী দেলোয়ার স্মৃতি শিশু নিবাস ঈদগা মাঠে সকাল সাড়ে ৭টায় এবং ঐতিহাসিক তাফসির ময়দান ঈদগা মাঠ, কাজির মসজিদ ঈদগা মাঠ, দক্ষিণ শিয়ালকাঠী থানা ঈদগা মাঠ, মোল্লা ছোমের উদ্দিন মসজিদ ঈদগা মাঠ, দক্ষিণ ভাণ্ডারিয়া ঈদগা মাঠ, হাওলাদার বাড়ি ঈদগা মাঠ ও সিকদারবাড়ি ঈদগা মাঠে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।