শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আলাগদীর হাওরে নৌকাবাইচ

আপডেট : ২০ আগস্ট ২০১৯, ২১:২৩

 ‘কোন মিস্ত্রি নাও বানাইল, কেমন দেখা যায়, ঝিল মিল ঝিল মিল করে রে ভাই ময়ূরপংখী নাও’— মরমী কবি শাহ আব্দুল করিম রচিত গানের সুরে আর বাদ্যযন্ত্রের তালে নৌকার প্রতিযোগী আর দর্শকদের আনন্দ-উচ্ছ্বাসে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলাগদী উত্তরের হাওরে অনুষ্ঠিত হয়েছে আকর্ষণীয় নৌকাবাইচ প্রতিযোগিতা। মঙ্গলবার আলাগদী গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত কয়েক হাজার দর্শকের সমাগমে নৌকাবাইচ প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে আকর্ষণীয় নৌকা অংশগ্রহণ করে। দুপুর থেকে শুরু হওয়া নৌকাবাইচ প্রতিযোগিতা চলে বিকেল ৪টা পর্যন্ত। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে জগন্নাথপুর উপজেলা সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চক তিলক গ্রামের বাংলার পবন, ২য় স্থান অর্জন করেছে পাইলগাঁও ইউনিয়নের আলাগদী গ্রামের সোনার বাংলা। পরে প্রথম স্থান অর্জনকারী বাংলার পবন নৌকাকে সোনার নৌকা সোনার বৈঠা এবং দ্বিতীয় পুরস্কার সোনার বাংলাকে রুপার নৌকা রুপার বৈঠা তুলে দেন অতিথিবৃন্দ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মখলুছ মিয়া, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাছুম আহমদ, ইউপি সদস্য আলাউর রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুল বাক্কী, যুবলীগ নেতা রুনু মিয়া, ছাত্রলীগ নেতা তানভীর আহমদসহ আয়োজক কমিটির সদস্যরা।