বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বজ্রপাত ও প্রকৃতি রক্ষায় যুবকদের তালবীজ বপন

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ২১:১২

প্রকৃতিরক্ষা, মাটির ক্ষয়রোধ, বজ্রপাত প্রতিরোধে মেহেরপুর সদর উপজেলার গহরপুর থেকে রঘুনাথপুর, বারাদি ও বলিয়ারপুর গ্রামে রাস্তার দুই পাশে সারি সারি তালগাছের বীজ বপন করছে গ্রামের কয়েকজন যুবক।

 বুধবার সকালে গহরপুর গ্রামের শওকত আলীর ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম টগরের উদ্যোগে এ তালগাছের বীজ বপন কর্মসূচি শুরু হয়। তারা কয়েক কিলোমিটার ধরে ২ হাজার তালের বীজ বপন করার উদ্যোগ নিয়েছেন।

শরিফুল ইসলাম টগর বলেন, তালগাছ লাগালে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও বজ্রপাত থেকে বাঁচা যায়। এজন্য তিনি এ উদ্যোগ নিয়েছেন বলে জানান। তার এ কাজে সহযোগিতা করছেন এজাজ আহমেদ, জুয়েল রানা, রাসেল রানা, শুভসহ ১০-১২ জন স্কুল ও কলেজ পড়ুয়া ছেলে।

মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি জানান, বজ্রপাত থেকে রক্ষা পেতে তালগাছ রোপণের উদ্যোগ নেওয়া যুবকদেরকে আমি সাধুবাদ জানাই। তারা আমাদের সমাজের দায়বদ্ধতা থেকে যে কাজ করছে তা প্রশংসনীয়। উল্লেখ্য, বজ্রপাত থেকে সুরক্ষা পেতে সারা দেশে ১০ লাখ তালগাছ রোপণের এক অভিনব কর্মসূচি নিয়েছে সরকার।