শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:০১

প্রধান শিক্ষকদের ১০তম ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডসহ সাত দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন প্রাথমিক শিক্ষকরা। ইত্তেফাক সংবাদদাতাদের পাঠানো খবর।

বেতাগী (বরগুনা): উপজেলা পরিষদের সামনে প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে মানববন্ধন চলাকালে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক সেলিম আহম্মেদ, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আব্দুল মন্নান, প্রধান শিক্ষক জেসমিন আক্তার প্রমুখ বক্তব্য রাখেন। শেষে উপজেলার সকল প্রাথমিক শিক্ষকের পক্ষ থেকে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীব আহসানের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।

মীর্জাগঞ্জ (পটুয়াখালী): মীর্জাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলা পরিষদ সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কে এম আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মো. সেলিম মাহমুদ ও মো. মনিরুজ্জামান প্রমুখ।

পীরগঞ্জ (ঠাকুরগাঁও): পীরগঞ্জ পূর্ব চৌরাস্তা বঙ্গবন্ধু চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন শিক্ষক সমিতির পীরগঞ্জ শাখার সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি খোদেজা বেগম, সাংগঠনিক সম্পাদক মমিনুল হক প্রমুখ।

মতলব দক্ষিণ (চাঁদপুর): বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মতলব দক্ষিণ উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করা হয়।

মানববন্ধন শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম শেফা, নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল কুমার দে, জেলা সহকারী শিক্ষক সমিতির সহ-সভাপতি মো. মামুন মিয়া প্রমুখ। 

মদন  (নেত্রকোনা): মদন উপজেলা পরিষদের সামনের সড়কে প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। মানববন্ধন চলাকালে সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সমিতির সভাপতি ইসমাইল হোসেন, শিক্ষক নেতা এটি এম কামরুজ্জামান প্রমুখ।

ত্রিশাল (ময়মনসিংহ): উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কামরুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক আ. হাই প্রমুখ বক্তব্য রাখেন।

কেন্দুয়া (নেত্রকোনা): উপজেলা পরিষদ চত্বরে কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দুয়া উপজেলা শাখার ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক জসিম উদ্দিন খোকন, সমিতির সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক জাকির আলম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দুয়া উপজেলা শাখার সভাপতি ও প্রধান শিক্ষক মুকছুমুল হাকিম মন প্রমুখ। বিভিন্ন জেলা ও উপজেলায় অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে।