শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঝুঁকি নিয়ে চলছে কার্যক্রম

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৬

সহকারী কমিশনারের কার্যালয় 

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা

কিশোরগঞ্জ উপজেলায় সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় দীর্ঘদিন যাবত্ সংস্কার না করায় ঝুঁকি নিয়ে চলছে কার্যক্রম। ঝুঁকিপূর্ণ ভবনের আস্তর খসে পড়ছে, বেড়িয়ে গেছে ছাদের লোহার রড, বৃষ্টির পানি চুইয়ে পড়ে ভিজে নষ্ট হচ্ছে রেকর্ডরুমের জরুরি গুরুত্বপূর্ণ কাগজপত্র। ফলে যে কোনো মুহূর্তে বড়ো ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

সরেজমিনে দেখা গেছে, জরাজীর্ণ ভবনে দাপ্তরিক কার্যক্রম চলছে,  পুরোনো ভবনের ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ছে ভবনের অভ্যন্তরে। মাঝেমধ্যে বড়ো ধরনের বৃষ্টি হলে মূল্যবান কাগজপত্র ভিজে নষ্ট হয়ে যায়। ভেতরের রুমগুলোর ছাদের পলেস্তরা খসে পড়েছে এবং দেখা দিয়েছে বড়ো ধরনের ফাটল। ১৯৯০ সালে পাঁচ কক্ষ বিশিষ্ট একটি একতলা ভবন নির্মাণ করে সরকার।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন বলেন, আমি নিজে খুব ভয়ে অফিস করি। না জানি কখন ছাদ ভেঙে মাথায় পড়ে। সমস্যাগুলো নিয়ে আমার আগের কর্মকর্তারা এবং আমি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানিয়েছি। আশা করি খুব শিগগিরই সমস্যার সমাধান হবে।