শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নাসিরনগরে ১০ জেলেকে জরিমানা

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ২১:১৭

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

নাসিরনগরে মেঘনা, ধলেশ্বরী, বাকলঙ্গন নদীতে কারেন্ট জাল ও ভেড়জাল দিয়ে মা ইলিশ শিকারের দায়ে বুধবার ১০ জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ১ লাখ মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  আজগর আলীর নেতৃত্বে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ১ লাখ মিটার জালসহ তাদের আটক করা হয়। বুধবার তাদের প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা মত্স্য কর্মকর্তা দেওয়ান নজরুল ইসলাম জানান, মত্স্য সংরক্ষণ আইনে ১০ জেলেকে জরিমানা করা হয়েছে।