বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সুনামগঞ্জে শিশু তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ২১:১৬

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার কেজাউরা গ্রামে ৫ বছরের শিশু তুহিন হত্যার প্রতিবাদ জানিয়ে এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে পৌর শহরের আলফাত স্কয়ারে কালেরকণ্ঠ শুভসংঘের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন — মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর, অমরচান দাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, অ্যাডভোকেট মো. বুরহান উদ্দিন, শিক্ষক শাহজাহান সিরাজ, শামস শামীম, সাহেরিন চৌধুরী মিশুক, সারোয়ার হোসেন, ছাত্রনেতা আসাদ মনি, ছাত্রনেতা নূরজাহান সাদেক নূরী প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সমাজে যে নিষ্ঠুরতার জন্ম নিয়েছে, যে প্রতিহিংসার জন্ম নিয়েছে এই জন্য শুধু অপরাধী দায়ী নয় সমাজ ও রাষ্ট্র দায় এড়াতে পারে না। মানববন্ধনে অংশ নেন লেখক, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ            —ইত্তেফাক