বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পথের বাধা বাড়ছে

আপডেট : ৩০ মে ২০১৯, ২০:০৮

এই তো পথ এক মুঠোয় যতটুকু আঁটে

চলার এটুকু রাখা রোজ বাদবাকীদের জন্য—

তকমাবিহীন গুণী আর সাধারণ মিলেমিশে বলে জনগণ।

 

চলার স্বাধীন পথে সান্ত্রির বাধায়

প্রতিদিন বাধ্য পথে বিঘ্ন বাড়ে—

একটু একটু করে বাঁধের উচ্চতায়

সান্ত্রি বেশি হলে জীবনের কিউসেক কমে

কম হলে খোলা গেটে পদ-স্রোত বাড়ে

 

তর্জনী উঁচিয়ে শিশুটি বললো

হয় সরো নইলে যাব না

তাকে ঘিরে থাকা ভিড় বাড়ে একে একে

একজন ফিরিয়ে দেয়া এক গাড়ির ছাদে তুলে দেয় ওকে

চারদিকে গোল হয়ে সকল মানুষ

ভেসে আসা শিশু-কণ্ঠে

নিজ নিজ পরাজয় শুনতে থাকলো!