শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

স্যুইন্ডনে এখন কঠিন তুষার

আপডেট : ৩০ মে ২০১৯, ২০:০৯

স্যুইন্ডনে এখন কঠিন তুষার...

তুষার কি কখনো কঠিন হয়?

হয়তো-বা হয়, তখন বরফ;

 

বরফের তলে তুমি ঘুমাচ্ছ নিমু!

যেন বাঁধা মমি,

ওপরে বইছে সাদা ঝড়োহাওয়া-ঢেউ...

 

২.

আমরা ছিলাম টয়োটা জিপে,

কুঠিবাড়ি হয়ে ফিরছি:

তুমি-আমি বসা মুখোমুখি সিটে,

ভ্রমণক্লান্ত অন্যরা ছিল ঘুমে...

 

শুধু জেগে ছিল তোমার দুচোখ

জ্বলজ্বল আর কিছুটা হিংস্র নোখ...

হঠাত্ তুমি ধরে ঘাড়ে-হাতে

টেনেকষে খেলে চুমু!

 

আমরা জানি না:

সামনের সিটে ফ্রন্ট মিররে

দেখেছিল কিনা কেউ...

 

৩.

এখানে এখন নিকষ আঁধার,

স্যুইন্ডনে সাদা বরফ;

তুমি ঘুমাচ্ছ ফসিলের মতো,

জেগে আছে পোড়া চোখ...