শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আজ জলের কিনারে যাও

আপডেট : ৩০ মে ২০১৯, ২০:১১

জলের কিনারে উপচে পড়ে যে বিনম্র বাতাস

স্নানান্তে তোমার বিরান চুলে খাঁজ কেটে যায়,

সে হাওয়ায় মিশে থাকে শান্তি ও সত্য।

বিনুনি মেঘের বিনীত স্বাক্ষর।

জলপিপিদের জলমগ্ন গেরস্থির মৌতাত।

ডাঙার ভালোমন্দ না জানাই শ্রেয়।

কালান্তের কালকেউটের জট কুণ্ডলী কঠিন!

শূর্পণখার নখ ক্রমাগত প্রলম্বিত।

ডাঙার ভালোমন্দ না জানাই শ্রেয়!

পাখিতীর্থ ঐ জল টলমল জলের গহন।

শাপলার পাপড়িতে শুভ্র প্রার্থনার প্রদীপ।

এইখানে শান্তি ঝরে, জলের আত্মকথা যত।

পানকৌড়ি নাইয়র আসে নিভন্ত মধ্যাহ্নে।

পিতার ভবনে আসে পূর্ণতোয়া জলজ আয়নায়।

তোমরাও ঝুঁকে দেখ জলের নিভৃতি—

সলমা জরির কারুকাজ বিবিধ সুুকৃতি।

ডাঙার ভালোমন্দ না জানাই শ্রেয়!

আজ জলের কিনারে যেও