বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পাখিদের প্রতি ভালোবাসা

আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ২১:৩০

ছিমছাম গোছানো পরিপাটি বদরগঞ্জ উপজেলা পরিষদ। চারদিকে সারি সারি ফলদ আর বনজ গাছে ভরা। আর তাতে বিশেষ করে সারি সারি নারিকেল গাছে পাখিদের জন্য নিরাপদ আশ্রয়স্থলেরও ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়াও পরিষদের শ্রীবৃদ্ধির জন্য তৈরি করা হচ্ছে পানির ফোয়ারা। উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে বদরগঞ্জবাসী স্বাগত জানিয়েছে। সরেজমিনে গত মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে পাখিদের জন্য নিরাপদ আশ্রয়সহ পানির ব্যবস্থা দেখে উপজেলার লোহানীপাড়া ইউপির সাহেবগঞ্জ এলাকার স্কুল শিক্ষক আ. রাজ্জাক জানান, আমি সত্যিই মুগ্ধ। বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল হক স্যারের প্রতি। কারণ, তিনি বদরগঞ্জে আসার পর উপজেলা পরিষদের চিত্রই পাল্টে গেছে। পাখিদের প্রতি মমত্ব এর আগে আমি আর কোনো নির্বাহী অফিসারের দেখিনি।