শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কৌতুক অভিনেতার পুরস্কার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ২০:২০

২০১৭ ও ২০১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার তালিকায় ‘সেরা কৌতুক অভিনেতা’র পুরস্কার পান মোশাররফ করিম ও ফজলুর রহমান বাবু।

দুজনই দেশের অত্যন্ত গুণী এবং জনপ্রিয় অভিনয়শিল্পী। যাদের বেশিরভাগ সময়ই প্রধান চরিত্র বা গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায়। তাই এই ক্যাটাগরিতে পুরস্কার অনেক বিস্মিত সংশ্লিষ্ট অনেকেই। ‘কমলা রকেট’ সিনেমার কাহিকার শাহাদুজ্জমান এই নিয়ে বিস্ময় প্রকাশ করেন তার ফেসবুক স্ট্যাটাসে। পোস্টে শেষে তিনি উল্লেখ করেন ‘বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় ‘কমলা রকেট’ ছবিটির জন্য জুটিছে এক অভিনব পুস্কার। পুরস্কার শ্রেষ্ঠ কৌতি অভিনেতার জন্য। চিত্রনাট্যটি যখন লিখি মোশাররফ করিমের চরিত্রটি আর যেভাবেই ভেবে থাকি না কেন কৌতিক চরিরত্রে ভাবিটি ঘুনাক্ষরেও। এমন একটি বহুস্তরী চরিত্রের এ ধরনের মূল্যায়নে আমি বিষ্মিত এবং খানিকটা কৌতুকাচ্ছন্নও।’ অন্যদিকে ফজলুর রহমান বাবুর চরিত্রটিও ‘গহীন বালুচর’ সিনেমায় কোনো কৌতুক চরিত্রে নয়। তাই পুরস্কার ঘোষণার পর থেকেই এ নিয়ে বিষ্ময় প্রকাশ করেছেন দর্শক ও সংশ্লিষ্ট অনেকেই।