শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘বিজয় দিবসের নাটকের স্ক্রিপ্ট পেয়েও কাজ করতে পারিনি’

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ১৯:৫৮

বিনোদন রিপোর্ট

 

ছোটপর্দার নিয়মিত মুখ শামীম হাসান সরকার। তার অভিনয় ও চরিত্রের ভিন্নতা অল্প সময়ে দর্শকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেন তিনি। পাশাপাশি ইউটিবার হিসেবেও পরিচিত শামীম। বর্তমানে নাটক নিয়ে চলছে তার তুমুল ব্যস্ততা। এই সময়ে চলছে ‘ব্যাচেলর পয়েন্ট ২’-এর শুটিং। বিজয় মাস উপলক্ষে নিয়মিত কাজের পাশাপাশি বিশেষ দিবসের নাটক নিয়েও চলছে টিভি তারকাদের ব্যস্ততা। তবে বিজয় দিবস উপলক্ষে কোনো নাটকে দেখা যাবে না শামীমকে। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘বিজয় দিবসের নাটকের স্ক্রিপ্ট পেয়েও কাজ করতে পারিনি। আসলে যেই সময় কাজের প্রস্তাবগুলো পাই এর আগে থেকে অন্য কাজে শিডিউল দেওয়া ছিল। আমার ভাগ্য খারাপ বলতে হয়। কারণ মুক্তিযুদ্ধের গল্পে কাজ করার আকাঙ্খাটা অনেক।’

দেশের জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘ম্যাঙ্গো স্কোয়াড’-এর কর্ণধার শামীম। সম্প্রতি এক মিলিয়ন সাবস্ক্রাইবার হয় চ্যানেলটির। নতুন এই সাফল্যে চ্যানেল নিয়ে আরো নতুন কিছু পরিকল্পনা রয়েছে বলে জানান শামীম। এছাড়া এখন থেকে প্রতি মাসে ভিডিও প্রকাশ হবে চ্যানেলটিতে।