শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বছরের শেষ সিনেমা স্পর্শিয়ার ‘কাঠবিড়ালী’

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ২২:১৪

বছরের শেষ সপ্তাহেই প্রেক্ষাগৃহে আসছে নিয়ামুল মুক্তার সিনেমা ‘কাঠবিড়ালী’। পরিচালকের মতে, গল্পই এই সিনেমার মূল চরিত্র। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া। তিনি বলেন, ‘গত ২ বছর ধরে সবাই ছবিটি লালন করছি, বড় করছি। এবার ছবিটি মুক্তির অপেক্ষা। কাঠবিড়ালী নিয়ে আমাদের পুরো টিমের প্রত্যাশা অনেক। এর গল্প, দৃশ্যায়ন ও সবার অভিনয় সবকিছুই দর্শকদের অন্যরকম অনুভূতি দেবে। কাঠবিড়ালী সবার মাঝে ছড়িয়ে পড়ুক।’

এর আগে ১০ ডিসেম্বর সিনেমাটি বিনাকর্তনে ছাড়পত্র পেয়েছে। সেন্সর বোর্ডের অন্যতম সদস্য ও প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু ছবিটির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘চলচ্চিত্রটির গল্পটা দারুণ, উপস্থাপনও ভালো হয়েছে। স্পর্শিয়াও দারুণ অভিনয় করেছেন। ছবিটির প্রতি আমার শুভকামনা থাকলো।’

২০১৭ সালের ২ মার্চ শুরু হয় কাঠবিড়ালী চলচ্চিত্রের শুটিং। নানা ধাপে টানা ২ বছর চিত্রায়ণের পর এবার পেল সেন্সর সনদ। ছবিটি নিয়ে পরিচালক নিয়ামুল মুক্তা বলেন, ‘আমাদের স্বপ্নের ছবি কাঠবিড়ালী। এই ছবিতে যারা কাজ করেছেন সবাই সবার সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন।’

অর্চিতা স্পর্শিয়ার বিপরীতে এই চলচ্চিত্রে অভিনয় করেছেন আসাদুজ্জামান আবীর ও সাইদ জামান শাওন। আরো আছেন শাহরিয়ার ফেরদৌস সজিব, শিল্পী সরকার অপু, হিন্দোল রায়, এ কে আজাদ সেতু, তানজিনা রহমানসহ অনেকে। চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন আদিত্য মনির।