শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শিল্পকলায় বিজয় দিবসের ৩ দিনব্যাপী আয়োজন

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২০:১৫

 

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষে আজ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমি ৩ দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করেছে। অনুষ্ঠান আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ সকাল ৮টা ৩০ মিনিটে রায়েরবাজার বধ্যভূমি ও মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পরিবেশিত হবে কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠান। আগামীকাল সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজন করা হয়েছে স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের নিয়ে স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষে ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এছাড়াও শহীদ বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন একাডেমির কর্মকর্তা-কর্মচারীরা।