বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সংগীতশিল্পী পৃথ্বীরাজ আর নেই

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ২০:৩৩

বিনোদন রিপোর্ট

 

চলে গেলেন তরুণ সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক পৃথ্বীরাজ। গতকাল ভোর সাড়ে ৪টায় চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভাই ঋতুরাজ এক পোস্টে এই তথ্য জানান। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। জানা যায়, শনিবার রাত ১০টার দিকে পৃথ্বীরাজ ধানমন্ডিতে নিজের স্টুডিওতে যান। রাত সাড়ে ১২টা পর্যন্ত দরজা খোলেননি তিনি। কক্ষের ভেতর থেকে কোনো সাড়া-শব্দও পাওয়া যায়নি। বিষয়টিতে আতঙ্কিত হয়ে তার পরিবারকে খবর দেওয়া হয়। দরজা ভেঙে স্টুডিওর ভেতরে গিয়ে তার দেহ নিথর অবস্থায় পাওয়া যায়। রাত ৩টার দিকে তাকে পরিবারের লোকজন সিটি হাসপাতালে নিয়ে যান। পরীক্ষা শেষে ভোররাত সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিত্সক।

উল্লেখ্য, শিল্পী রেহানের গাওয়া ‘আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না’ গানের পরিচালক ছিলেন তিনি। সংগীতের পাশাপাশি পৃথ্বীরাজ এবিসি রেডিওতে কাজ করতেন।