বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

টিভিপর্দায় বিজয় দিবসের নাটক

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ২০:৩৩

 ‘নীল দংশন’

প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের উপন্যাস থেকে বানানো নাটক এবারের বিজয় দিবসে প্রচার করবে নাগরিক টেলিভিশন। নাটকটির নাম ‘নীল দংশন’। নাটকটি রচনা করেছেন মনি হায়দার এবং পরিচালনা করেছেন হাসান রেজাউল। নাটকটি আজ রাত ৮টায় প্রচার হবে।

নাটকটিতে অভিনয় করেছেন মোশারফ করিম, রুবিনা রেজা জুঁই, রওনক হাসান, হাসান তৈয়ব প্রমুখ।

 

‘স্বাধীনতার শেষ যুদ্ধ’

দীপ্ত টিভিতে আজ রাত ১১টায় প্রচার হবে বিশেষ প্রামাণ্য কাহিনিচিত্র ‘স্বাধীনতার শেষ যুদ্ধ’। প্রমাণ্য কাহিনিচিত্রটির গবেষণা ও চিত্রনাট্য করেছেন মারুফ হাসান এবং চিত্রনাট্য সম্পাদনা করেছেন নাসিমুল হাসান। কাজী মিডিয়া লিমিটেডের প্রযোজনায় প্রযোজক ব্রাত্য আমিনের তত্ত্বাবধানে এটি পরিচালনা করেছেন ফিরোজ কবির ডলার।

 

‘উপলব্ধি’

এনটিভিতে আজ রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘উপলব্ধি’। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নিয়াজ মাহবুব। অভিনয় করেছেন নিলয় আলমগীর, মীম মানতাশা, দিলারা জামান, মোহাম্মদ বারী, সায়কা আহমেদ ও আজম খান।

 

‘চিত্কার’

মাছরাঙা টেলিভিশনে আজ রাত ৮টায় প্রচার হবে বিশেষ নাটক ‘চিত্কার’। 

সীমান্ত সজলের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, তানভীর, পাভেল, শর্মিলী আহমেদসহ অনেকে।

 

‘ক্ষমা নাই’

মহান বিজয় দিবস উপলক্ষে আজ রাত ৯টায় এটিএন বাংলায় প্রচার হবে বিশেষ নাটক ‘ক্ষমা নাই’। মতিন সাগরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন কাজী ছালাম। অভিনয় করেছেন তারিক আনাম খান, সাবেরি আলম, সারিকা, নাঈম প্রমুখ।

 

‘আমরা করব জয়’

মহান বিজয় দিবস উপলক্ষে টেলিফিল্ম ‘আমরা করব জয়’ বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৮টা ১৫ মিনিটে। প্রবীর রায়ের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, জোভান, ইরফান সাজ্জাদ, সাবিলা নূরসহ অনেকে।

 

‘স্বপ্নের বাড়ি’

ফরিদুর রেজা সাগরের ‘বাড়ি’ সিক্যুয়েলে এবার নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের নাটক ‘স্বপ্নের বাড়ি’। নাটকটির নাট্যরূপ ও পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। এবারের নাটকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে আবদুল্লাহ রানা, রুনা খান ও কে এস ফিরোজকে।