শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘জননী জন্মভূমি’

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ২০:০৯

দীপ্ত টিভিতে শুরু হয়েছে নতুন তুর্কি ধারাবাহিক ‘জননী জন্মভূমি’। শনি থেকে শুক্রবার প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে নাটকটি। গল্পে দেখা যায়, ১৯১২ সালের প্রথম বলকান যুদ্ধে সেলানিকের পতনের পর আহত অবস্থায় জেভদেত গ্রিক বাহিনীর হাতে বন্দি হয়। অন্যদিকে দাঙ্গার কারণে সেলানিক থেকে ইজমিরে চলে আসে জেভদেতের পরিবার। ৭ বছর পর গ্রিক বাহিনীর কমান্ডার হিসেবে ইযমিরে আসে জেভদেত। কিন্তু তার এই নতুন পরিচয় মেনে নেয় না মা হাসিবে, স্ত্রী আজিযে, ছেলে আলী কেমাল ও মেয়ে হিলাল। গ্রিক বাহিনীর কমান্ডারের ছদ্মবেশে একদিকে মুক্তিকামীদের সংগ্রাম, অন্যদিকে পরিবার আর তুর্কি সমাজের সঙ্গে জেভদেতের দূরত্ব। এমনই নানা ঘটনা নিয়ে গল্প এগিয়ে যেতে থাকে।