বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সিনেমায় গল্প বলার ঢং বদলেছে:মীম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ২০:১২

বিনোদন রিপোর্ট

 

সিনেমার ব্যস্ততা দিয়ে নতুন বছর শুরু হয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীমের। এরইমধ্যে ‘পরাণ’ সিনেমার কাজ শেষ করলেন। রায়হান রাফির পরিচালনায় এই সিনেমায় মীম ছাড়া আরো অভিনয় করেছেন ইয়াশ রোহান ও শরীফুর রাজ। সিনেমাটি প্রসঙ্গে মীম বলেন, ‘সিনেমার কাজ এরইমধ্যে শেষ করেছি। বেশ ভালো একটি কাজ হয়েছে। তবে এখনো ডাবিংয়ের কাজ বাকি রয়েছে। শিগগিরই ডাবিংও শেষ হবে।’

পরাণ ছাড়াও আরো একটি সিনেমায় মীমকে দেখা যাবে এ বছর। ‘ইত্তেফাক’ শিরোনামের সিনেমাটি প্রসঙ্গে মীম আরো বলেন, ‘এই সিনেমার গল্পের জন্য আমি বেশ আগ্রহী ছিলাম। অনেকটাই ভিন্ন আঙ্গিকের গল্প। নতুন এক অভিজ্ঞতা হলো সিনেমাটি করতে গিয়ে। আমরা অর্ধেক কাজ শেষ করেছি। বাকি অংশের কাজ এখনো বাকি। তবে কবে নাগাদ শুরু হবে সেটা এখনো জানি না।’

ঢাকাই ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থাটা অনেকটাই এখন পরিবর্তিত। মূলধারার সিনেমায় পরিবর্তনের নতুন হাওয়া লেগেছে গতবছর। সেই অনুযায়ী এ বছর সিনেমার বেশ ভালো সময় যাবে বলে ধারণা সংশ্লিষ্টদের। মীম এই প্রসঙ্গে বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রিতে গল্পের পরিবর্তনটা আমরা এখন দেখতে পারছি। সিনেমায় গল্প বলার ঢং বদলেছে। সেটি বেশ ইতিবাচক দিক আমাদের জন্য। এ বছর বেশকিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। যেগুলো এরমইমধ্যে বেশ আলোচনায় এসেছে।’