শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

৮ বছর পর ‘মার্ডার মোস্ট ফাউল’ নিয়ে বব ডিলান

আপডেট : ২৮ মার্চ ২০২০, ২০:৪২

একজন সংগীত জাদুকর বব ডিলান। যার গান মানুষকে আলোড়িত করেছে বহুবার। গান শুধু বিনোদনের খোরাক নয়, গান দিয়ে করেছেন প্রতিবাদ, বলেছেন বিভিন্ন সময়ের কথা। ‘মি. ট্যাম্বুরিন ম্যান’, ‘ব্লোয়িং ইন দ্য উইন্ড’, ‘ওয়ান মোর কাপ অব কফি’, ‘ইফ ইউ সি হার সে হ্যালো’সহ অসংখ্য গান দিয়ে ভক্তদের মাঝে ডিলান এখনও চিরসবুজ। ২০১২ সালে ডিলান তার মৌলিক গানের শেষ অ্যালবাম রিলিজ দেন। অ্যালবামের শিরোনাম ‘ট্যাম্পেস্ট’। ৮ বছর পর আবারও নতুন গান নিয়ে এলেন মার্কিন এই সংগীত তারকা। ষাটের দশক ও যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যার ঘটনা নিয়ে ১৬ মিনিট ৫৭ সেকেন্ডের এই গান তৈরি করেছেন তিনি। গানটি রিলিজ নিয়ে আগে থেকে কোনো বার্তা দেননি। গত ২৬ মার্চ হঠাত্ ইউটিউবে ‘মার্ডার মোস্ট ফাউল’ গানটি প্রকাশ করেন ডিলান।

গানটি প্রকাশের পর এরইমধ্যে বেশ সাড়া ফেলেছে।

জানা যায়, অনেকদিন আগেই এই অপ্রকাশিত গানটি তৈরি করা হয়। ডিলান বলেন, ‘আমাদের এই সুন্দর পৃথিবীকে বাঁচাতে পারি আমরাই। দীর্ঘদিন ধরে প্রকৃতির ওপর যে অবিচার চলে তার প্রতিদান প্রকৃতি ফিরে দেয়। প্রকৃতির সঙ্গে ভালোবাসা দিয়ে পৃথিবীটা গড়তে হয়। সবাই নিরাপদে থাকুন। এই সময়টা আমরা পার করে ফেলবো। এরপর আবারও নতুন করে সাজানোর প্রস্তুতি নেই। সৃষ্টিকর্তা সবার মঙ্গল করুক।’ জন এফ কেনেডির হত্যা ঘটনার পাশাপাশি কথাসাহিত্য ‘দ্য নাইটমেয়ার অন এলম স্ট্রিট’ ও ‘দ্য মার্চেন্ট অব ভেনিস’ থেকে পপ সংস্কৃতির দ্য বিটলসের ‘আই ওয়ান্ট টু হোল্ড ইউর হ্যান্ড’ ও বিলি জোয়েলের ‘অনলি দ্য গুড ডাই ইয়াং’ গানের কথা উল্লেখ রয়েছে ডিলানের এই গানে।