শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘ট্রেন টু বুসান’-এর সিক্যুয়াল ‘পেনিনসুলা’

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ২০:১২

বিনোদন ডেস্ক

 

কোরিয়ার হরর সিনেমা ‘ট্রেন টু বুসান’। পুরোবিশ্বে আলোচিত হয় ২০১৬ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি। চলতি বছর আসতে যাচ্ছে সিনেমাটির সিক্যুয়াল ‘পেনিনসুলা’। সম্প্রতি হরর-অ্যাকশন সিনেমাটির ট্রেলার প্রকাশিত হয়েছে ইউটিউবে। জম্বিদের মধ্যে মাত্র দু’জনকে সবশেষ টিকে থাকতে দেখা গেছে ট্রেলারে—সু আন ও সিওং ক্যেওংকে।  পেনিনসুলার গল্পটি ট্রেন টু বুসান-এর চার বছর পরের। এতদিনে দক্ষিণ কোরিয়ার প্রায় সব মানুষই মানুষের মাংসখেকো দানবে পরিণত হয়েছে, যাদের বলা হয় জম্বি। এমন প্রেক্ষাপটেই নির্মিত সিনেমাটি। তবে প্রথম কিস্তির থেকে অনেক দিক থেকেই ভিন্ন পেনিনসুলা। প্রথম পর্বের পুরো কাহিনিই ছিল একটি ট্রেনের ভেতর সীমাবদ্ধ। কিন্তু এবারের প্রেক্ষাপট আরও বৃহত্। এবার মানুষের সঙ্গে মানুষের সংঘর্ষ রয়েছে। আর সকলের সাধারণ শত্রু জম্বিদের সঙ্গে লড়তে হয়েছে আরও ভয়ঙ্কর যুদ্ধে। আরেকভাবে বলা যায়, পেনিনসুলার সঙ্গে অনেক ক্ষেত্রে মিল খুঁজতে পারেন জনপ্রিয় টিভি সিরিজ ‘দ্য ওয়াকিং ডেড’ কিংবা ড্যানি বয়েলের ‘২৮ ডেস লেটার’-এর। সেখানে দেখানো হয়, মানুষ জম্বিদের থেকেও বেশি ভয়ঙ্কর শত্রু। কারণ মানুষ ছদ্মবেশে বিশ্বাসঘাতকতা করতে পারে। কিন্তু জম্বিদের বেঁচে থাকার জন্যই মানুষের মাংস খাওয়া দরকার।