বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘জননী জন্মভূমি’

আপডেট : ০২ জুন ২০২০, ১৯:৪৮

দীপ্ত টিভিতে প্রতিদিন রাত ৯টা ১০ মিনিটে প্রচার হচ্ছে তুর্কি ধারাবাহিক নাটক ‘জননী জন্মভূমি’। প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯১৯ সালে ‘সেভরেস চুক্তির’ মাধ্যমে গ্রিকরা ইযমির ফিরে পায়, যা প্রায় ৪০০ বছর অটোম্যানদের অধীনে ছিল। তত্কালীন গ্রিক জেনারেল, জেনারেল ভাসিলি ইজমির পুনর্গঠনের দায়িত্ব প্রদান করেন জেভদেত নামের একজন অটোম্যান মেজরের ওপর যিনি একটা গোপন মিশন বাস্তবায়নের জন্য গ্রিক বাহিনীতে যোগ দিয়েছিলেন। ইজমির থেকে গ্রিকদের, আইনতাপ থেকে ফরাসিদের আর রাজধানী থেকে ব্রিটিশদের হটিয়ে দেওয়ার পরিকল্পনা এখান থেকেই শুরু হয়। জেভদেতের বুদ্ধিমত্তা আর আত্মোত্সর্গের বিনিময়ে মাত্র ৩ বছর পরেই গ্রিকদের হটিয়ে ইজমির আধুনিক তুরস্কের অংশ হয়।