বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ধারাবাহিক নাটক ‘৪২০’

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ১৮:৪৪

এক সময়ের জনপ্রিয় সিরিজ মোস্তফা সরয়ার ফারুকীর ‘৪২০’। এই নাটকের মাধ্যমে ফারুকী ছোট পরিসরে বাংলদেশের রাজনীতিকদের উত্থান-পতনের স্বরূপ উন্মোচনের চেষ্টা করেছেন এবং হাস্যরসের মাধ্যমে নাটকের গল্প এগিয়ে নিয়েছেন। ‘৪২০’ নাটকের গল্পে দেখা যায়, দুই ভাইকে, যারা গ্রামে চুরি করতো। বিভিন্ন সময় তারা সাজাও ভোগ করে। এক সময় দু’জন মসজিদের দান বাক্স চুরি করে ঢাকায় চলে আসে বেশি টাকা-পয়সা স্বর্ণ-অলঙ্কার অর্জনের আশায়। কিন্তু এখানে দেখে সব পাকা বাড়ি। সিং কেটে এখানে চুরি করার কোনো পথ নেই। রাজধানীতে এসে ঘটনাক্রমে জড়িয়ে যায় রাজনীতিতে। বদলে যায় তাদের ভাগ্য। শেষ পরিণতিও তাদের ভাগ্যকে বদলে দেয়। মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত এ নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, লুত্ফর রহমান জর্জ, সোহেল খান, মারজুক রাসেল, রিফাত চৌধুরী, রাশেদা চৌধুরী, কচি খন্দকার, সিদ্দিকুর রহমান,  প্রমুখ। চ্যানেল আইতে নাটকটি প্রচার হচ্ছে প্রতি সোম, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায়।