শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তা র কা ব চ ন

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৩

মাঝখানে যে ধরনের কাজগুলো হচ্ছিল, সেগুলো আমাকে টানেনি। এগুলো আমার কাছে মনে হয়েছে, শুধু অভিনয় করার জন্যই করা। কাজগুলো দিয়ে শুধু টেলিভিশনে চেহারা দেখানো। একটা নাটক বা ফিল্মের আলাদা কোনো বৈশিষ্ট্য না থাকলে সেটা আর পাঁচটা কাজের মধ্যেই পড়ে যায়। আমার কাছে মনে হয়েছে, মানুষকে আকর্ষণ করার মতো কিছু থাকতে হবে। না হলে কী নাটক হচ্ছে, মানুষ মনে রাখবে না। তাহলে এখনো আমরা ৭০, ৮০-এর দশকের নাটকের উদাহরণ টানবো।

 

অভিনয়ে বিরতীর কারণ প্রসঙ্গে অভিনেতা জিতু আহসান