শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কলঙ্কিত!

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ২১:৫৮

ভারতের প্রায় ৪ হাজার পর্দায় গত ১৭ এপ্রিল মুক্তি পায় ‘কলঙ্ক’। বড় বাজেটের এই সিনেমা ফ্লপ হওয়ার পথে। যদিও গত ৫ দিনে সিনেমাটি মোট আয় করেছে ৬৬.০৩ কোটি রুপি। তবে বক্স অফিস বিশেষজ্ঞরা জানিয়েছেন, সপ্তাহখানেক পর অর্ধেক হল থেকে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। করণ জোহর প্রযোজিত অভিষেক বর্মা পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, আদিত্য রায় কাপুর ও সোনাক্ষী সিনহা। অসংখ্য তারকা ও ভিন্নধর্মী গল্পের কারণে ছবিটি নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছিল দর্শকের মাঝে। কিন্তু পাইরেসির কারণে মাথায় হাত পড়েছে প্রযোজকদের। ১৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি পাইরেসির শিকারের নেপথ্যে রয়েছে তামিল রকার্স ওয়েবসাইটটি। এর আগেও একাধিকবার বড় বাজেটের বলি সিনেমার পাইরেসি ভার্সন ফাঁস করেছে এ ওয়েবসাইটটি, আর এ কারণেই হলে ছবিটির দর্শক কমে গেছে বলে মনে করছেন সিনেমা সমালোচকরা। রীতিমতো প্রযোজকের মাথায় বাড়ি পড়েছে। বিভিন্ন মাল্টিপ্লেক্স থেকে খবর এসেছে, কলঙ্ক ছবিটির নাকি থাগস অব হিন্দুস্তান ছবির ভাগ্য বরণ করতে যাচ্ছে! থাগস অব হিন্দুস্তান ছবির কথা তো সবারই জানা। প্রথমদিনে রেকর্ড পরিমাণ আয় করে ছবিটি ২০১৮ সালের সবচেয়ে বড় ফ্লপ হওয়ার রেকর্ড গড়েছে!