শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

একযুগ পর

‘আর্ক’-এর ফিরে আসা...

আপডেট : ১৫ মে ২০১৯, ১৭:৫৬

 

এদেশের ব্যান্ডসঙ্গীতে জনপ্রিয় একটি নাম ‘আর্ক’। নব্বই দশকের শুরুতে যাত্রা শুরু করা এই ব্যান্ডটি অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছে শ্রোতাদের। ব্যান্ডের ভোকালিস্ট হাসান তাঁর ব্যতিক্রমী কণ্ঠের জাদুতে নিজেদের ভিন্ন ও শক্ত অবস্থান তৈরি করে। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতা দীর্ঘদিন থাকলেও হঠাত্ যেন আড়ালে চলে যায় আর্ক। দীর্ঘদিন তাদের নতুন কোনো গান শোনেননি শ্রোতারা। সেই সময়টাও প্রায় একযুগ।

তবে আর্ক ভক্তদের জন্য সুখবর এবার। নতুনরূপে আবারো ফিরছে তুমুল জনপ্রিয়তা পাওয়া এই ব্যান্ডটি। আসন্ন ঈদ উপলক্ষে প্রকাশ হতে যাচ্ছে ব্যান্ডটির নতুন গান।

চলতি সময়ে নতুন গানের রেকর্ডিং চলছে। গানটি লিখেছেন হাসান। গানের শিরোনাম এখনো জানা যায়নি। শিগগিরই এ বিষয়ে জানানো হবে। শুধু একক গানই নয়, নতুন একটি অ্যালবামেরও প্রস্তুতি নিচ্ছে আর্ক। এই ঈদেই অ্যালবামটি প্রকাশের খবর পাওয়া যাবে। একক গান ও অ্যালবাম প্রকাশ হবে জি-সিরিজের ব্যানারে।

আর্কের বর্তমান লাইনআপে রয়েছেন হাসান (ভোকাল), টিংকু এ রহমান (কি-বোর্ড), এস আই সুমন (গিটার), নমন (বেজ গিটার), জিমি (ড্রামস) ও নিপু (গিটার)।