শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আবারো উপন্যাসের চরিত্রে জয়া আহসান

আপডেট : ২৯ জুন ২০১৯, ২১:০০

বিনোদন রিপোর্ট

 

এই সময়ে সিনেমার ব্যস্ত ও জনপ্রিয় চিত্রনায়িকা জয়া আহসান। দেশের পাশাপাশি কলকাতাতেও তাঁর জনপ্রিয়তার কোনো কমতি নেই। এজন্য টলিউড ইন্ডাস্ট্রিরও এখন পছন্দের তালিকায় রয়েছেন জয়া। এ পর্যন্ত কলকাতার প্রযোজনায় বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। সম্প্রতি কলকাতায় মুক্তি পায় ‘কণ্ঠ’ শিরোনামের একটি সিনেমা। সিনেমাটি মুক্তির পর বেশ প্রশংসা কুড়িয়েছেন এই নায়িকা। কলকাতার সিনেমার আলোচনায় থাকলেও দেশের সিনেমাতেও নিয়মিত তিনি। পাশাপাশি ‘দেবী’ সিনেমার মধ্য দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখা যায় জয়াকে। সিনেমাটি পরিচালনা করেন অনম বিশ্বাস। আবার উপন্যাসের চরিত্রের অভিনয় করবেন তিনি। তবে এবার নিজের প্রযোজনায় নয়। সাহিত্যিক আহমদ ছফার উপন্যাস ‘অলাতচক্র’। ১৯৮৫ সালে প্রকাশিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসটি নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা। সেখানে প্রেমিকা তায়েবা চরিত্রে অভিনয় করবেন জয়া আহসান। মুক্তিযুদ্ধের সময় কলকাতায় শরণার্থী হিসেবে আশ্রিত বাংলাদেশি লেখক দানিয়েল ও ক্যান্সারে আক্রান্ত প্রগতিশীল নারী তায়েবার মধ্যকার অস্ফুট ভালোবাসা, মানসিক টানাপোড়েন ও মুক্তিযুদ্ধ নিয়ে ভিন্ন ভিন্ন গোষ্ঠীর দৃষ্টিভঙ্গি লেখক ‘অলাতচক্র’ উপন্যাসে ফুটিয়ে তুলেছেন। সেগুলো এবার উঠে আসবে নির্মাণাধীন এই চলচ্চিত্রে। সিনেমাটির পরিচালক হাবিবুর রহমান জানান, বাংলাদেশে নির্মিতব্য প্রথম থ্রিডি সিনেমা এটি। শুটিং প্রায় শেষ। তবে সম্পাদনা করতে সময় লাগবে। তাছাড়া এতে বাজেটও একটি বড় বিষয়।’

সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে বিজয় দিবস উপলক্ষে ছবিটি মুক্তি দেওয়া হবে। এই ছবিতে দানিয়েল চরিত্রে অভিনয় করছেন আহমেদ রুবেল। এছাড়া অন্যান্য চরিত্রে হাজির হবেন মামুনুর রশীদ, আজাদ আবুল কালাম, শিল্পী সরকার অপু, শফিউল আলম বাবু, নুসরাত জাহান জেরী, সৈয়দ মোশাররফ প্রমুখ।