শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘বকুলপুর’

আপডেট : ২৯ জুন ২০১৯, ২১:০৩

 

দীপ্ত টিভিতে শনি থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘বকুলপুর’।

নাটকটি রচনা করেছেন আহমদে শাহাবুদ্দীন ও পরিচালনা করেছেন কায়সার আহমেদ এবং অভিনয় করেছেন আ খ ম হাসান, তাহমিনা মৌ, শ্যামল মওলা, শবনম ফারিয়া, আনিসুর রহমান মিলন, আরফান আহমেদ, টুটুল চৌধুরী, ফারজানা ছবি, নাদিয়া আহমেদ, শামীমা তুষ্টি, আহসানুল হক মিনু, সঞ্জয় রাজসহ অনেকে। নাটকের কাহিনি গড়ে উঠেছে বকুলপুর গ্রামের ঘটনা নিয়ে। এই গ্রামে তালুকদার ও মণ্ডল গোষ্ঠীর মাঝে শীতল যুদ্ধ আছে। নাটকের গল্প শুরু হয় মণ্ডল গোষ্ঠীর ছেলে মন্টুর গ্রামে যাত্রা আনা নিয়ে। এতে বাঁধা দিতে চান ঝরু তালুকদার। তিনি তালুকদারদের ঐক্যবদ্ধ করে গ্রামে যাত্রা আনা ঠেকাতে চান। কিন্তু গ্রামের তালুকদারদের এক করতে পারেন না। গ্রামের জব্বার তালুকদার এ ক্ষেত্রে রহস্যজনক নীরব ভূমিকা পালন করেন। ঘুড্ডি তালুকদার নিজেকে শিল্পের পূজারি দাবি করে পাশ কাটিয়ে যায়। ফলে ঝরু তালুকদার একা যাত্রা আনা ঠেকাতে পারেন না।